Header Ads

মোবাইলের মাধ্যমে কিবোর্ড দিয়ে টাইপিং প্রেক্টিস করুন খুব সহজেই।

 Typing Practice on your mobile Phone Connected keyboard and mouse with OTG Cable। টাইপিং প্রেক্টিস।



*বিজয় বায়ান্ন এন্ড্রয়েড কিবোর্ড এখানে ক্লিক করে ডাউনলোড করুন: https://play.google.com/store/apps/details?id=com.bijoy.keyboard&hl=en আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটারের মতো টাইপিং প্রেক্টিস করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে সাগতম। আজকের ভিডিওতে দেখানো হয়েছে, কিভাবে একটি স্মার্ট ফোন মোবাইলের মাধ্যমে কম্পিউটার কিবোর্ড সংযুক্ত করে টাইপিং প্রেক্টিস করা যাবে। তো আপনি যদি একজন কম্পিউটার শিক্ষার্থী হয়ে থাকেন অথবা কম্পিউটার শিখবেন ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনেক শিক্ষার্থীরা আমাকে বলেছেন যে ভাইয়া বাসায় কম্পিউটার না থাকার কারণে টাইপিং প্রেক্টিস করতে পারছি না, মোবাইল দিয়ে যদি কম্পিউটারের মতো টাইপিং প্রেক্টিস করা যেত কিছুটা উপকারে আসতো। তো আজকের ভিডিওতে আমি দেখিয়েছি, আপনার হাতে থাকা মোবাইলটিতেই কিবোর্ড এবং মাউছ সংযুক্ত করে কম্পিউটারের মতো টাইপিং প্রেক্টিস করতে পারবেন। প্রথমেই বলবো আপনার মোবাইলটা কিন্তু ওটিজি ক্যাবল সাপোর্ট করতে হবে। যাইহোক, মাউছ এবং কিবোর্ড সংযুক্ত করার জন্য একটি ইউজবি হোপ লাগবে আর মোবাইলের সাথে কানেক্টেড করার জন্য একটি ওটিজি ক্যাবল লাগবে। কিবোর্ড, মাউছ এবং ওটিজি ক্যাবল এই তিনটি জিনিস হলেই এনাফ। আর এই ওটিজি ক্যাবলটি আপনি যেকোনো মোবাইল টেলিকমের দোকানে পেয়ে যাবেন, দাম নিবে হচ্ছে ২০টাকা বা ২৫ টাকা কম বেশি হতে পারে। আর কিবোর্ড ২৫০ টাকা হলে পেয়ে যাবেন। প্রেক্টিস করার জন্য এর থেকে বেশি দামি কিবোর্ড কিনার প্রয়োজন নেই। এবং মাউছটি কিনতে পারবেন হচ্ছে ১০০টাকার ভিতরে ২৫০+১০০+২০= ৩৭০ টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন আশা করছি। তো এখন আমি সব গুলো সেটাপ করে দেখিয়েছি, যারা টাইপিং শিখতে চান তারা মোবাইল দিয়ে টাইপিং শিখতে পারেন | বর্তমানে সরকারি বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে | এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা স্মার্টফোনের সাথে কিভাবে কিবোর্ড এবং মাউস কানেট করবেন !!!

No comments