Header Ads


XI Class HSC Admission Confirmation 2019 Payment Process একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন কিভাবে করবেন। একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চিতকরণ পদ্ধতি 2019 একাদশ শ্রেণি ভর্তি নিশ্চয়ন বা কনফার্মেশন করার নিয়ম , আগামী ১০ জুন ২০১৯ তারিখে একাদশ শ্রেণি ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ করা হইয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে টেলিটক বা মোবাইল ব্যাংকিং বিকাশ , সোনালি ব্যাংক ও শিওর ক্যাশের মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা ফি পরিশোধ করতে হবে। এই প্রক্রিয়ায় ভর্তি নিশ্চিত করতে না পারলে মনোনয়ন বাতিল হয়ে যাবে। বিকাশ এর মাধ্যমে ভর্তি নিশ্চয়ন পেমেন্ট করার নিয়মাবলিঃ ধাপ ১- বিকাশ এপ মেন্যু থেকে পে বিল সিলেক্ট করুন। ধাপ ২- বিলার তালিকা থেকে XI Class admission সিলেক্ট করুন। ধাপ ৩- পেমেন্ট কোড দিন। এরপর কন্টাক্ট নাম্বার দিন। পরের ধাপে যেতে 'Arrow' বাটনটিতে ট্যাপ করুন। পেমেন্ট কোড: বোর্ড কোড= পাশের সন=রোল নাম্বার (কোন স্পেস হবে না) পাশের সন যে বছর এসএসসি পাশ করেছেন। উদাহরণ ঃ ঢাকা মাধ্যমে হলে পেমেন্ট কোড ঃ DHA2019100000 যেখানে বোর্ড কোড- ঢাকা পাশের সন - 2019 রোল নম্বর - 100000 ধাপ ৪- পেমেন্ট এর সার-সংেক্ষপে যাচাই করে পরবর্তী ধাপে যেতে 'Arrow' বাটনটিতে ট্যাপ করুন। ধাপ ৫- পরবর্তী ধাপে যেতে পিন নাম্বার দিন। ধাপ ৬- পে বিল সম্পন্ন করতে নিচের বাটনটিতে ট্যাপ করে ধরে রাখুন। পে বিল সম্পন্ন হচ্ছে। একটু অপেক্ষা করুন.....

No comments